Cricket : ১০০ শতাংশ দর্শক নিয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

মুম্বই, ১৯ মে (হি.স.) : আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ১০০ শতাংশ দর্শকের প্রবেশ অনুমতি দেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। আগামী ৯ জুন থেকে শুরু সিরিজ। ভরা স্টেডিয়ামেই হতে চলেছে সেই সিরিজ। বিসিসিআইয়ের সূত্র থেকে জানা গিয়েছে, মাঠে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। এদিন টুইটে বলা হয়েছে, ‘বিসিসিআইয়ের একটি সূত্র থেকে জানা গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজে একশো শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে।’ করোনার জন্য আইপিএলের প্রথম পর্বে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে প্লে অফে সেটা বাড়িয়ে একশো শতাংশ করে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা সিরিজেও দর্শক সংখ্যা একই থাকছে। ২৩ মে দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচন। বিশ্রাম দেওয়া হতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলকে। আইপিএলে সফল হওয়া একাধিক ক্রিকেটারকে সুযোগ দেওয়া হতে পারে। জুনে ইংল্যান্ডে টেস্ট খেলতে যাবে ভারতীয় দল। তার প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন রোহিতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *