গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : দল থেকে বহিষ্কার করা হয়েছে প্রবীণ কংগ্ৰেস নেতা তথা অসমের প্ৰাক্তন ক্যাবিনেট মন্ত্ৰী নীলমণি সেন ডেকাকে। আজ বুধবার অসম প্রদেশ কংগ্ৰেস (এপিসিসি)-এর সভাপতি ভূপেন বরা তাৎক্ষণিকভাবে বলবৎযোগ্য এক নিৰ্দেশযোগে প্ৰাক্তন মন্ত্ৰী নীলমণি সেন ডেকাকে বহিষ্কার করেছেন।
এপিসিসি-র এক প্ৰেস বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়ে বলা হয়েছে, দল-বিরোধী কার্যকলাপের অভিযোগে দলের বৰ্তমান কার্যনির্বাহী সদস্য নীলমণি সেন ডেকাকে কংগ্রেস দল থেকে বহিষ্কার করেছেন প্রদেশ সভাপতি ভূপেন বরা। বিবৃতিতে আরও বলা হয়েছে, নীলমণি সেন ডেকা বারংবার দলীয় অনুশাসন ভঙ্গ করছিলেন। তাঁকে বহুবার দলীয় অনুশাসন ভঙ্গ করতে বারণ করা হয়েছে। তবু তিনি ক্ষান্তহচ্ছিলেন না।
শেষবারের মতো তাঁকে লিখিতভাবে পুনরায় এভাবে দলের বিরুদ্ধে কোনও মন্তব্য না করতে বলা হয়েছিল। তার পরও তিনি দল-বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন। যার দরুন আজ দলের একজন জ্যেষ্ঠ নেতাকে কংগ্রেস থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছেন প্রদেশ সভাপতি, বলা হয়েছে এপিসিসি-র বিবৃতিতে।