Chief Minister : ত্রিপুরার সরকারের গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মসূচি রূপায়ণে কর্মচারিদের সহযোগীতা চেয়েছেন নতুন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ মে (হি. স.) : ত্রিপুরার সরকারের গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মসূচি রূপায়ণে কর্মচারিদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সহযোগীতা চেয়েছেন নতুন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। দায়িত্ব নেবার পর মুখ্যমন্ত্রী আজ মহাকরণের কনফারেন্স হলে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের সাথে প্রথম বৈঠকে মিলিত হন। ওই বৈঠকেই তিনি

ত্রিপুরার জনগণের স্বার্থে গৃহীত উন্নয়নমূলক কাজকর্ম সমূহ দ্রুত শেষ করতে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

আজ বৈঠকের শুরুতে মুখ্যসচিব কুমার অলক মুখ্যমন্ত্রীকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান। বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ প্রতিটি দপ্তরের কাজকর্ম, চলমান উন্নয়নমূলক প্রকল্প সমূহ এবং দপ্তরের পরবর্তী কর্মসূচিগুলি তুলে ধরেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকারের গৃহীত সিদ্ধান্ত ও কর্মসূচিগুলি রূপায়নে সকলস্তরের কর্মচারিদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যের সাথে বহির্রাজ্যের রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান অব্যাহত রাখতে পরিবহণ দপ্তর ও খাদ্য দপ্তরকে নিয়মিত নজরদারী রাখতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। এছাড়াও মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

আজকের বৈঠকে মুখ্যসচিব কুমার অলক ছাড়াও প্রধান সচিব এল এইচ ডারলং, বি কে সাহু, শিল্প ও তথ্য দপ্তরের সচিব পি কে গোয়েল সহ অন্যান্য দপ্তরের সচিবগণ, অতিরিক্ত সচিবগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *