Chief Minister : নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে খোয়াইয়ে বিজেপির মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও রাজ্য মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ২৫-খোয়াই মণ্ডল কমিটির উদ্যোগে সুবিশাল রেলি সংঘটিত হয়৷ খোয়াইয়ের রাজপথে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকার গর্জনবার্তা অভিনন্দন মিছিল ছড়িয়ে পড়লো সম্মিলিত ন্ট্রে৷ চার-পাঁচ হাজার কর্মী সমর্থকরা এদিন অভিনন্দন মিছিলে দীর্ঘ একঘন্টা ত্রিশ মিনিট পায়ে পা মিলিয়ে হাঁটলেন৷ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়ে ভারতীয় জনতা পার্টি খোয়াই মণ্ডল কমিটির ডাকে এদিন হয় মিছিল জমায়েত খোয়াই কার্যালয় থেকে বের হয়৷ এর আগে মন্ডলের বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ পার্টি অফিসে এসে জড়ো হতে থাকেন৷ মূল ব্যানারকে সামনে রেখে শহরের অফিসটিলা সড়ক থেকে বের হয় মিছিল৷

অভিনন্দন মিছিলের পুরোভাগে ছিলেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সহ সভাপতি অমিত রক্ষিত, ভারতীয় জনতা পার্টি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, সহ প্রমুখরা নেতৃবৃন্দ৷ শ্লোগান সোচ্চার অভিনন্দন মিছিল একে একে সুভাষপার্কের বিবেকানন্দ সরণী, খোয়াই কোহিনুর কমপ্লেক্স, হাসপাতাল চৌমুহনী, নিবেদিতা পার্ক, অরবিন্দ পার্ক, গয়াপ্রসাদ পার্ক, পোষ্ট অফিস রোড হয়ে থানা কর্ণার ও ক্ষুদিরাম সরণী ঘুরে মহারাজগন বাজার পরিক্রমা করে, দুর্গানগর, লালছড়া, কলেজ রোড, বয়েজ সুকল কর্ণার অতিক্রম করে আবার অফিসটি অবস্থিত মন্ডল কার্যালয়ে এসে শেষ হয়৷ আজকের সাড়া জাগানো মিছিলে কর্মী-সমর্থকদের উপস্থিতি নজরকাড়া৷প্রচুর মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে মিছিলকে অভিনন্দন জানিয়েছেন৷ মিছিল শেষ মন্ডল কার্যালয়ের সামনে জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে অমিত রক্ষিত বলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের উন্নয়নের জন্য যে পরিকাঠামো তৈরি করে গেছেন, সেই উন্নয়নের পরিকাঠামোকে আরও এগিয়ে নিয়ে যাবেন নতুন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷

আগামী বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে৷ তাছাড়া এই মিছিলে হাজারো কর্মী সমর্থক শামিল হওয়া প্রত্যেকের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী উন্নয়নমূলক কাজকর্মের বাস্তবতা প্রতিটি ভোটারের কাছে কার্যকর্তারা যেন পৌছে দেন৷ রাজ্য সরকার দল-মত নির্বিশেষে সকলের জন্য,এমনকি অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের সমস্ত রকম সুযোগ-সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *