নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): ভারতের প্রতিটি গ্রামকে অপটিক্যাল ফাইবারের সঙ্গে যুক্ত করার কাজ চলছে এখন। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, “একটি বড় মাইলফলক হিসেবে, ব্রডব্যান্ড সংযোগ আনুমানিক আড়াই লক্ষ গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছে।” মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-র রজত জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, “ট্রাই-এর সঙ্গে যুক্ত সকলকে রজত জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সংগঠন যখন ২৫ বছর পূর্ণ করেছে, তখন দেশ স্বাধীনতার অমৃতকালে আগামী ২৫ বছরের রোডম্যাপে কাজ করছে। নতুন লক্ষ্য নির্ধারণ করছে।”
এদিন ৫জি টেস্ট বেডের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে মোদী বলেছেন, ৫জি টেস্ট বেড দেশকে উৎসর্গ করার সুযোগ পেয়েছি আমি। টেলিকম সেক্টরে ক্রিটিক্যাল এবং আধুনিক প্রযুক্তির স্বনির্ভরতার দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি এই প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত সহকর্মীদের, আমাদের আইআইটি-কে অভিনন্দন জানাচ্ছি।” প্রধানমন্ত্রী বলেছেন, “৫জিআই রূপে দেশের যে নিজস্ব ৫জি স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে, এটা দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।” প্রধানমন্ত্রীর কথায়, “একবিংশ শতাব্দীর ভারতে, দেশের প্রগতির গতি নির্ধারণ করবে কানেক্টিভিটি। তাই কানেক্টিভিটিকে প্রতিটি স্তরে আধুনিকীকরণ করতে হবে।” ট্রাই-এর রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আত্মনির্ভরতা এবং সুস্থ প্রতিযোগিতা কীভাবে সমাজ ও অর্থনীতিতে বহুমুখী প্রভাব সৃষ্টি করে তার একটি বড় উদাহরণ হল আমাদের টেলিকম সেক্টর। ২জি যুগের নিরাশা, হতাশা, দুর্নীতি, নীতিগত পক্ষাঘাত থেকে বেরিয়ে এসে দেশ দ্রুত ৩জি থেকে ৪জি এবং এখন ৫জি এবং ৬জি-র দিকে অগ্রসর হচ্ছে।”