Covid Vaccine: ভারতে ১৯১.৪৮-কোটি টিকাকরণ সম্পন্ন, কোভিড টেস্ট কমে ৪-লক্ষের নীচে

নয়াদিল্লি, ১৬ মে হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৯১.৪৮-কোটির মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১০ লক্ষ ৭৮ হাজার ০০৫ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা (মোট ৪৮৭ দিনে) পর্যন্ত ১,৯১,৪৮,৯৪,৮৫৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। দেশে এখনও পর্যন্ত, ৩.১৯ কোটিরও বেশি (৩,১৯,০২,৫৬৪) কিশোর-কিশোরীদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৬ মে সারা দিনে ভারতে ৩,৫৭,৪৮৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে, যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৪,৪৪,৯১,৬৪০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৩,৫৭,৪৮৪ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫৬৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *