কৈলাসহর, ১৬ মে : আজ ঊনকোটি জেলার কৈলাসহরে মানুষ বিভিন্ন দাবি নিয়ে পথ অবরোধ করেছেন। কৈলাসহরবাসী বর্তমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে পথ অবরোধে নামতে হচ্ছেন। জল নিষ্কাশন এর দাবি নিয়ে স্থানীয় মানুষ কৈলাসহর-ধর্মনগর রাস্তা অবরোধ করেছেন।
উল্লেখ্য, ওই রাস্তাটি নির্মাণের নাম করে রাস্তার পাশে থাকা ড্রেইনে মাটি ভরাট করে ফেলে। যার ফলে অল্প বৃষ্টিতেই জল জমে মানুষের বাড়ি ঘরে প্রবেশ করছে। ড্রেইনে মাটি ভরাট করার ফলে জল নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। কিন্তু সেদিকে কোম্পানির কর্মকর্তাদের কোন নজর নেই। অবশেষে বাধ্য হয়ে এলাকার প্রমিলা বাহিনী কৈলাসহর থেকে ধর্মনগর যাওয়ার রাস্তা অবরোধে বসেন।রাস্তা অবরোধের ফলে উভয় পাশে অনেক গাড়ি আটকা পড়ে যায়। ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ছুটে গিয়ে অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। কিন্ত অবরোধকারীরা অবরোধ তুলতে রাজি হয়নি। শেষ পর্যন্ত প্রশাসনের কর্মকর্তারা এসে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলে অবরোধ মুক্ত করা হয়।