আগরতলা, ১৬ মে : অসমের ডলু চা-বাগানে আন্দোলনরত শ্রমিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার ত্রিপুরায় বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। রাজধানী আগরতলায় গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে শামিল হয়েছে নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ ত্রিপুরা স্টেট কাউন্সিল। পরবর্তীতে এনসিসি থানার পুলিশ আন্দোলনকারীদের গ্রেফতার করে এডি নগর পুলিশ লাইনে নিয়ে গেছে।
সংগঠনের কার্যকর্তাদের অভিযোগ, অসমের কাছাড় জেলার ডলু চা বাগানকে ধ্বংস করে সেখানে বিমানবন্দর প্রতিষ্ঠা করার জন্য উদ্যত হয়েছে সরকার। যার বিরোধিতা করেছেন অসমের চা বাগানের শ্রমিকরা। জনৈক কার্যকর্তা বলেন, ডলু চা বাগানের ৭৩০ হেক্টর চাপাতা গাছের চারাকে ২০০ জেসিবি দিয়ে নষ্ট করা হয়েছে। ফলে প্রায় ২ হাজার শ্রমিকের রুজি-রুটিতে টান পড়েছে। গত বৃহস্পতিবার থেকে শ্রমিকদের চা বাগানের ভেতরেই আটকে রাখা হয়েছে বলে অভিযোগ।
তাঁর দাবি, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ ত্রিপুরায় বিক্ষোভ প্রদর্শন করতে গেলে কর্মসূচি শুরু করার আগেই নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ ত্রিপুরা স্টেট কাউন্সিলের কার্যকর্তাদের গ্রেফতার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। যদিও পরবর্তী সময় তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।

