গুয়াহাটি, ১৫ মে (হি.স.) : গত চারদিন ধরে গোটা উত্তর-পূর্বাঞ্চলে অবিরাম বৃষ্টিপাতের ফলে জনজীবনের পাশাপাশি রেলযাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। পাহাড়ের ধস এবং জলপ্লাবনে বহু স্থানে রেলওয়ে ট্র্যাকের বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ১৭টি ট্রেন বাতিল করেছে। পাশাপাশি ধসে আটকে পড়া যাত্রীদের ত্রাণ ও উদ্ধার অভিযান। কোনও কোনও স্থানে উদ্ধার অভিযানে বায়ুসেনার সাহায্যও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, লামডিং থেকে বদরপুরগামী পাহাড় লাইনে প্রায় ২৬টি স্থানে ভয়ংকর ভূমিধসে আবদ্ধ হয়েছে দুটি ট্রেন। ধসের ফলে বেশ কয়েকটি স্থানে রেলওয়ে ট্র্যাক ধুয়ে নিয়ে গেছে পাহাড়ি জলের স্রোত। কয়েকটি রেলসেতুর পিলারও হয়ে গেছে নড়বড়ে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, প্রবল বৃষ্টিপাতের ফলে জলপ্লাবণ এবং ভূমিধসের পরিপ্রেক্ষিতে জাটিঙ্গা লামপুর এবং নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যে ১১৩/৪-৫ কিমি, বান্দরখাল এবং ডিটকছড়া সেকশনের মধ্যে ১৩১/১-২ এবং লামডিং-বদরপুর পাহাড়ি অংশের অন্যান্য কয়েকটি স্থানে বিভাগ একই অবস্থার পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেনের পরিষেবা সম্পূ্র্ণ এবং আংশিকভাবে বাতিল করা হয়েছে।