রাঁচি, ১৫ মে (হি.স.) : আর্থিক তছরূপের অভিযোগে ঝাড়খণ্ড সরকারের ধৃত আইএএস আধিকারিক পূজা সিঙ্ঘাল মামলায় রবিবার রাঁচিতে জোনাল অফিসে প্রাক্তন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) কোষাধ্যক্ষ রবি কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেজরিওয়ালকে একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
২০২১ সালের অক্টোবরে রাঁচি পুলিশে জেএমএম বিধায়ক রামদাস সোরেনের অভিযোগে রবি কেজরিওয়ালের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত হয়েছিল। দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ইডি সূত্রে জানা গেছে, পূজা সিঙ্ঘাল এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুমিত কুমারের ইডি রিমান্ড আগামীকাল সোমবার শেষ হবে। এছাড়াও কয়েকজন জেলা খনির আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করবে ইডি।
পূজা সিঙ্ঘাল খনি ও ভূতত্ত্ব বিভাগের সচিব এবং ঝাড়খন্ড রাজ্য খনিজ উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের (জেএসএমডিসি) উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে রাজ্যের খুন্তি জেলার ডেপুটি কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। গত ১১ মে ইডি তাকে গ্রেফতার করেছিল এবং ১২ মে ঝাড়খণ্ড সরকার তাকে বরখাস্ত করেছিল। এর আগে ইডি তার স্বামী অভিষেক ঝা-এর মালিকানাধীন রাঁচির পালস হাসপাতালেও অভিযান চালিয়েছিল।