Arrested : নেশা কারবারি গ্রেপ্তার বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ দীর্ঘদিন পলাতক থাকার পর এনডিপিএস মামলায় অভিযুক্ত নেতাজি নগরের বাসিন্দাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করলো বিশালগড় থানার পুলিশ৷

ঘটনার বিবরণ দিয়ে বিশালগড় থানার পুলিশ জানিয়েছে দীর্ঘদিন পলাতক থাকার পর এনডিপিএস মামলার জড়িতকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷ আটক নেশা কার বাড়ির নাম তপন বণিক৷  বিশালগড় থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে রবিবার সকাল ৯ টা ২৫ মিনিট নাগাদ নিজ বাড়ি থেকে৷ সংবাদে প্রকাশ গত ৪মে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাম দাসের নেতৃত্বে নামার বাজার এলাকায় তপন বণিকের দোকানে নেশা বিরোধী অভিযান চালিয়ে ১৬০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করে৷ পরবর্তী সময় তপন বনিক দোকান থেকে গা ঢাকা দেয়৷

দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার সকাল ৯টা ২৫ মিনিট নাগাদ বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে তপন বণিকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে৷ তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে৷