উদয়পুর, ১৫ মে (হি.স.) : উদয়পুরে চলমান নব সংকল্প চিন্তন শিবির সাম্প্রতিক নির্বাচনে ভোটের পরাজয়ের বিষয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনদিনের শিবিরের প্রথম দুই দিনে জয়ের পথ খুঁজতে দলের কৌশল নিয়ে আলোচনা হয়।
সূত্রের খবর, ইভিএম হ্যাকিংয়ের সম্ভাবনা নিয়ে শিবিরে একটি উপস্থাপনা করা হয়েছিল যা বিরোধী দলগুলি অতীতে প্রশ্ন করেছিল। তিনদিনের এই শিবিরের দীর্ঘ আলোচনার ফলে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে শিবিরের সমাপ্তির পরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কংগ্রেস সভাপতি কর্তৃক গঠিত কমিটিগুলি যে খসড়া তৈরি করেছিল তা আজ চূড়ান্ত করা হবে। ছয়টি কমিটির সভাপতি ও ৪৩০ জন শীর্ষ নেতা এই খসড়া প্রণয়নের সঙ্গে যুক্ত রয়েছেন। দলের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীর কাছে ছয় দফা প্রস্তাবের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।