BRAKING NEWS

Dilip Ghosh : বউবাজার মেট্রো বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রী ও ফিরহাদকে একহাত নিলেন দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ মে (হি.স.) : বউবাজার মেট্রো বিপর্যয় নিয়ে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমকে একহাত নিলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷

ফিরহাদ হাকিম বউবাজার মেট্রো বিপর্যয়ের জন্য কেএমআরসিএল এর পরিকল্পনার গাফিলতিকে দায়ী করেছেন ৷ তবে, সেই অভিযোগ খারিজ করেছেন দিলীপ ঘোষ ৷ তাঁর পাল্টা দাবি, এর জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ বা কেএমআরসিএল দায়ী নয় ৷ এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নিম্নমানের রাজনীতি দায়ী ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর বর্তমান যাত্রাপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পতি ৷ মেট্রো রেল যে পথে রূপরেখা তৈরি করেছিল, তা মুখ্যমন্ত্রী বদলেছেন বলে অভিযোগ করেন দিলীপ ৷ আর সেই কারণেই সাধারণ মানুষকে তার খেসারত দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷

আর কেএমআরসিএল এর পরিকল্পনার সমালোচনা প্রসঙ্গে পাল্টা ফিরহাদ হাকিমকে বিঁধেছেন দিলীপ ঘোষ ৷ তাঁর কটাক্ষ, মেয়র হয়ে যিনি শহরের জমা জল নামাতে পারেন না ৷ শহরে ঠিক মত বিদ্যুৎ পরিষেবা দিতে পারেন না, তাঁর এত বড়বড় কথা বলা সাজে না ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *