শ্রীনগর, ১৪ মে (হি.স.): আরও একটি গরম ও শুষ্ক দিন কাটল জম্মু ও কাশ্মীরে, উপত্যকায় এখন গরম বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে, চড়ছে তাপমাত্রার পারদ। জম্মু হোক অথবা শ্রীনগর, জম্মু ও কাশ্মীরের নানা স্থানে গরম বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। তাপমাত্রার পারদ চড়ছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায়। এমতাবস্থায় স্থানীয় আবহাওয়া দফতর জানাল, আগামী ২৪ ঘন্টা প্রধানত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিরও সম্ভাবনা আছে। সোমবারের পর হতে পারে আবহাওয়ার পরিবর্তন।শনিবার শ্রীনগরের তাপমাত্রা বেড়ে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, পহেলগামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে ৯ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের দ্রাসে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৬ ডিগ্রি সেলসিয়াস, লেহ-তে ৬.০ ডিগ্রি ও কার্গিলে ৮.২ ডিগ্রি। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস ও কাটরায় ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
2022-05-14