গম রফতানি বন্ধের নির্দেশ কেন্দ্রের, দাম বৃদ্ধি ও যোগান কমে যাওয়ায় এই সিদ্ধান্ত

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): অবিলম্বে গম রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গর রফতানি করা যাবে না। আচমকা গমের দাম বেড়ে যাওয়ায় ও যোগান কম থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, দেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন ময়দা মিলের মালিকরা। ময়দা মিলের সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের এই সিদ্ধান্তের ফলে অভ্যন্তরীণ সরবরাহের বিষয়ে আতঙ্ক প্রতিরোধ করা সম্ভব হবে ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করবে।