মধ্যপ্রদেশের গুনায় চোরাশিকারীদের গুলিতে ৩ পুলিশ কর্মীর মৃত্যু, তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোপাল, ১৪ মে (হি.স.): মধ্যপ্রদেশের গুনা জেলায় চোরাশিকারীদের গুলিতে প্রাণ হারালেন ৩ জন পুলিশ কর্মী। তাঁদের মধ্যে একজন সাব-ইন্সপেক্টর রয়েছেন। শহিদ পুলিশ কর্মীদের নাম-রাজকুমার জাটভ, নীরজ ভার্গব এবং সান্তরাম। গুনার পুলিশ সুপার রাজীব মিশ্র জানিয়েছেন, গুনা জেলার আরণ থানার অন্তর্গত জঙ্গলে শনিবার সকালে চোরাশিকারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন একজন সাব-ইন্সপেক্টর, হেড কনস্টেবল ও একজন কনস্টেবল। পুলিশ সুপার জানিয়েছেন, বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চোরাশিকারীদের ঘিরে ফেলেছিলেন পুলিশ কর্মীরা, সেই সময় গুলির লড়াইয়ে ৩ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।

দোষীদের গ্রেফতার করার পাশাপাশি তদন্তের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নারোত্তম মিশ্র। তিনি বলেছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা শীঘ্রই দোষীদের গ্রেফতার করব ও কঠোর শাস্তি দেওয়া হবে।” শহিদ পুলিশ কর্মীদের পরিজনকে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন, “শহিদ পুলিশ কর্মীদের পরিজনকে ১ কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।” শিবরাজও কঠোর তদন্তের আশ্বাস দিয়েছেন, তাঁর কথায়, ”আমাদের পুলিশ জওয়ানরা চোরাশিকারীদের মোকাবিলা করতে গিয়ে আত্মাহুতি দিয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের শনাক্ত করা হয়েছে। তদন্ত চলছে। পাশের গ্রামে একজনের দেহ উদ্ধার হয়েছে।” শিবরাজ আরও বলেছেন, ”অপরাধীদের কোনও মূল্যে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাজকুমার জাটভ, নীরজ ভার্গব এবং সান্তরাম – তিনজন পুলিশ সদস্যের আত্মত্যাগ বৃথা যাবে না।”