উত্তর কোরিয়ায় ‘জ্বরে’ মৃত্যু ৬ জনের, কোভিড প্রাণ নিতেই আইসোলেশনে অসংখ্য মানুষ

পিয়ংইয়ং, ১৩ মে (হি.স.): প্রথম কোভিড-আক্রান্তের হদিশ পাওয়ার পরই জ্বরে ৬ জনের মৃত্যু হয়েছে উত্তর কোরিয়ায়। শুক্রবার উত্তর কোরিয়া কোভিডে মৃত্যুর বিষয়টি নিশ্চিতও করেছে। জানানো হয়েছে, ভয়ঙ্করভাবে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে এই ‘জ্বর’, আর তাই অসংখ্য মানুষকে আইসোলেশন রাখা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, ৬ জনের মৃত্যু হয়েছে জ্বরে, তাঁদের মধ্যে একজনের শরীরে ওমিক্রনের বিএ.২ প্রজাতির হদিশ মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ২৫ লক্ষ মানুষ এখনও টিকা নেননি, ফলে করোনা-সংক্রমণ বাড়তে থাকলে বিপর্যস্ত হতে পারে উত্তর কোরিয়ায় স্বাস্থ্য কাঠামো।

এদিকে, কোভিডের ভয়ে মাস্ক পরা শুরু করেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। মহামারী শুরু হওয়ার পর এই প্রথমবার জাতীয় টেলিভিশনে মাস্ক পরতে দেখা গিয়েছে কিমকে, জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। উত্তর কোরিয়ায় প্রথম করোনা-সংক্রমণের হদিশ পাওয়ার পরই লকডাউনের ঘোষণা করেছিলেন কিম।