কংগ্রেসের চিন্তন শিবিরের আগে পুলিশ উদয়পুর ছেড়ে যেতে বাধ্য করেছে, অভিযোগ বিজেপি সাংসদের

আজমের, ১৩ মে (হি.স.) : কংগ্রেসের চিন্তন শিবিরের আগে উদয়পুর ছেড়ে যাওয়ার জন্য পুলিশ তাকে চাপ দিয়েছিল বলে অভিযোগ তুললেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–র সাংসদ কিরোদি লাল মীনা।

‘সাম্প্রদায়িক মেরুকরণ’, কৃষকদের সমস্যা এবং আসন্ন নির্বাচনের জন্য দলকে শক্তিশালী করার জন্য কংগ্রেস ১৩ থেকে ১৫ মে উদয়পুরে চিন্তন শিবিরের আয়োজন করছে।
রাজ্যসভার সাংসদ মীনা বলেন, উদয়পুরে একটি শোক সভায় এবং একটি উপজাতি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাকে জোরপূর্বক হেফাজতে নিয়ে এবং তিনি যে হোটেলে ছিলেন সেখান থেকে বের হতেও দেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, যে হোটেলটিতে ‘চিন্তন শিবির’ অনুষ্ঠিত হতে চলেছে তা বেআইনি এবং মুখ্যমন্ত্রী অশোক গেহলট নিয়ম লঙ্ঘন করে হোটেলটিকে ছাড়পত্র দিয়েছেন।