করাচি, ১৩ মে (হি.স.): পাকিস্তানের করাচির ব্যস্ততম সদর এলাকায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একজন পথচারী। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। বৃহস্পতিবার রাতে এই বিস্ফোরণ হয়েছে। একটি মোটরবাইকে রাখা ছিল আইইডি বিস্ফোরকটি, বিস্ফোরণটি ঘটেছে সদরের বাণিজ্যিক এলাকায়। শহরের প্রাচীনতম ইউনাইটেড বেকারির কাছে দাউদ পোতা রোডে রেস্তোরাঁ এবং খাবারের দোকান থাকার কারণে রাতে এই এলাকায় ভিড় থাকে।
বৃহস্পতিবারের এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজন পথচারীর এবং ১৩ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি। ভেঙে গিয়েছে সংলগ্ন কয়েকটি ভবনের জানলার কাঁচ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম-উমর সিদ্দিকী। তিনি জিন্নাহ হাসপাতালে ট্রেনি অপারেশন থিয়েটার টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মুশতাক আহমেদ মাহার মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহকে জানিয়েছেন, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছিল।