আগরতলা, ১৩ মে : শুক্রবার আইজিএম হাসপাতাল পরিদর্শনে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডক্টর দিলীপ দাস। প্রায়শই আইজিএম হাসপাতালের পরিকাঠামো এবং বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন বিধায়ক ডক্টর দিলীপ দাস।
শুক্রবার পরিদর্শন শেষে তিনি জানান, আইজিএম হাসপাতালে যে নবনির্মিত ভবনটি রয়েছে সেটি মূলত হাসপাতালের বিভিন্ন বিভাগকে সম্প্রসারিত করার জন্য বানানো হয়েছিল। কিন্তু হঠাৎই করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় এই ভবনটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়। রাজ্য সরকারের তৎপরতায় রাতারাতি করোনাকালীন সময়ে যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেগুলি গ্রহণ করে হাসপাতালটিকে প্রস্তুত করা হয় বলে জানান তিনি। সাথে তিনি যোগ করেন, ওই বহুতল ভবনে চিকিত্সার জন্য মোট ১২০টি শয্যার ব্যবস্থা আছে। এছাড়াও রয়েছে বিভিন্ন চিকিৎসার যন্ত্রপাতি।
ডক্টর দিলীপ দাসের বক্তব্য অনুযায়ী, বর্তমানে করোনার তৃতীয় ঢেউ শেষ। চতুর্থ ঢেউ আসবে কিনা তার কোন নিশ্চয়তা নেই। ফলে এই ডেডিকেটেড কোভিড সেন্টারটির বিভিন্ন সামগ্রী ব্যবহার না করার ফলে নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি করোনার প্রাদুর্ভাব বর্তমানে কম হওয়ায় এই সেন্টারটির তেমন কোনো প্রয়োজন নেই বলে জানান তিনি। তাই রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আইজিএম হাসপাতালে বিভিন্ন বিভাগ পরিসরের জন্য এই ভবনটিকে ব্যবহার করা হবে।
তাঁর কথায়, প্যাথলজি, চক্ষু বিভাগ অথবা সুপার স্পেশালিটির মতো বিভাগের জন্য এই নতুন ভবন থেকে ব্যবহার করা হবে। বিষয়টি পর্যবেক্ষণ করার জন্যই এদিনের এই সফর বলে জানান তিনি। এদিনের এই সফরে বিধায়ক ডক্টর দিলীপ দাস এর সঙ্গে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা।

