আগরতলা, ১৩ মে : রাজ্য জুড়ে বেশ কিছু দিন ধরে লাগাতর বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের জেরে খোয়াই থেকে কমলপুর যাওয়ার মূল সড়কটির বেহাল দশায় পরিণত হয়েছে। যার প্রভাব পড়ছে যান চলাচলে। অসুবিধার সম্মুখীন হচ্ছেন যাত্রী সাধারণ। এই খোয়াই কমলপুর সড়কটি আবার যুক্ত ৮ নম্বর জাতীয় সড়কের সাথে। অবশ্য, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে জোরকদমে। তবে, এভাবে আরো দু’একদিন টানা বৃষ্টিপাত হলে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে এই সড়কে যোগাযোগ ব্যবস্থা বলে অভিমত একাংশের। যদিও দ্রুততার সাথেই সড়কের কাজ চলছে বলে দাবি নির্মাতাদের।
এদিকে, জনৈক যাত্রী যাতায়াত সমস্যার বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, এখন এই রাস্তায় যাতায়াত খুব কঠিন হয়ে পড়েছে। অফিস-আদালত, স্কুল-কলেজে যেতে রীতিমতো হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। অবিলম্বে রাস্তার কাজ শেষ করার দাবী উঠেছে। অন্যথায় এই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়তে হবে গাড়িগুলিকে।

