ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মে।। কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃ মহকুমা সিনিয়র রাজ্য স্তরীয় ক্রিকেটের মূলপর্বে শেষ আটের লড়াই হবে ১৮ মে। চার জেলায় চার মাঠে চারটি কোয়াটার ফাইনাল ম্যাচ। ইতিমধ্যে গ্রুপ পর্যায়ের খেলা বৃষ্টিবিঘ্নিত অবস্থায় সম্পন্ন হয়েছে। কোয়ার্টার ফাইনালে উন্নীত আট দলের ভাগ্য একদিনেই নির্ধারিত হবে শেষ চারের লক্ষ্যে। ১৮ মে কোয়ার্টার ফাইনাল ম্যাচে কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে গ্রুপ-এ চ্যাম্পিয়ন কৈলাশহর খেলবে গ্রুপ-ডি রানার্স আমবাসার বিরুদ্ধে।
আগরতলার এমবিবি স্টেডিয়ামে গ্রুপ-বি চ্যাম্পিয়ন উদয়পুর খেলবে গ্রুপ-সি রানার্স বিশালগড়ের বিরুদ্ধে। আগরতলার পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে গ্রুপ-সি চ্যাম্পিয়ন সদর দল খেলবে গ্রুপ-এ রানার্স ধর্মনগরের বিরুদ্ধে। মেলাঘরের শহীদ কাজল ময়দানে গ্রুপ-ডি চ্যাম্পিয়ন মোহনপুর খেলবে গ্রুপ-বি রানার্স সাব্রুমের বিরুদ্ধে।