নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): আয়ুষ্মান ভারত যোজনাকে দরিদ্রদের জন্য আশীর্বাদ বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। একইসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত যোজনার অধীনে ১৮ কোটির বেশি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে। পাশাপাশি ৩.২ কোটিরও বেশি মানুষ হাসপাতালের সুবিধা পেয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া শুক্রবার সকালে টুইট করে জানিয়েছেন, “দরিদ্রদের জন্য আশীর্বাদ আয়ুষ্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা দেশবাসীর ‘স্বাস্থ্য সুরক্ষার’ স্বার্থে পরিচালিত আয়ুষ্মান ভারত যোজনার অধীনে এখনও পর্যন্ত ১৮ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে। পাশাপাশি ৩.২ কোটিরও বেশি মানুষকে হাসপাতালের সুবিধা দেওয়া হয়েছে।”