কাটরা, ১৩ মে (হি.স.) : শুক্রবার খারমালের কাছে কাটরা থেকে জম্মুগামী একটি বাসে আগুন লেগে কমপক্ষে চারজন মারা গিয়েছে। এই দুর্ঘটনায় ২২ জন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জম্মু পুলিশের অতিরিক্ত মহাপরিচালক টুইট করে জানিয়েছেন, “কাটরা থেকে জম্মু যাওয়ার সময় কাটরা থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে খারমালের কাছে একটি স্থানীয় বাসে আগুন ধরে যায়। প্রাথমিক বিবরণ অনুসারে, বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়, পরে সেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা যায় এবং ২২ জন আহত হয়। তাদের কাটরাতে স্থানান্তরিত করা হয়েছে।” পরে তিনি আরেক টুইটে জানিয়েছেন, “আহতদের মধ্যে আরও দুজন মারা গেছেন এবং মৃতের সংখ্যা ৪ জনে পৌঁছেছে।”
এই ঘটনায় টুইটারে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন।