মুম্বই, ১২ মে (হি. স.) : শেয়ার বাজারে ধস অব্যাহত। বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গে পড়ে গেল সূচক। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক পড়ে যায় ৮০০ পয়েন্ট। নিফটির সূচক পড়ে ২০০ পয়েন্ট।
বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৮০০ পয়েন্ট পড়ে থামে ৫৩, ২৫০ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ২০০ পয়েন্ট নীচে নেমে থামে ১৬ হাজার পয়েন্টে। এদিন যে সব সংস্থার শেয়ারের দাম অস্বাভাবিক হারে পড়ে যায় সেই সব শেয়ারগুলি হল বাজাজ ফাইনান্স, এইচডিএফসি ব্যাঙ্ক, এল অ্যান্ড টি, টাইটান, এশিয়ান পেন্টস, মারুতি, টেক মাহিন্দ্রা, এম অ্যান্ড এম। গড়ে প্রতিটি শেয়ারের দাম তিন শতাংশ করে পড়ে যায়। দাম পড়েছে আদানি পোর্টস, ইন্দাসইন্দ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ারও। দালাল স্ট্রিটের পাশাপাশি অন্যন্য দেশের শেয়ারবাজারেও ধসের প্রভাব লক্ষ্য করা গিয়েছে।