বেজিং, ১২ মে (হি.স.): যাত্রী নিয়ে আকাশে ওড়ার আগেই রানওয়েতে পিছলে গেল তিব্বতী বিমান সংস্থার একটি বিমান। প্রায় সঙ্গেসঙ্গেই বিমানটিতে আগুনও ধরে যায়। ওই বিমানে ১১৩ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন, প্রত্যেকেই প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চিনের চংকিং আন্তর্জাতিক বিমানবন্দরে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি তিব্বতী বিমান সংস্থার।
বৃহস্পতিবার সকালে ১১৩ জন যাত্রীকে ওড়ার চেষ্টা করে বিমানটি। রানওয়ে ধরে ছোটার সময় হঠাৎ পিছলে যায় বিমানের চাকা। তাতেই প্রবল গতিতে এগোতে থাকা বিমানটি রানওয়ে ছাড়িয়ে অনেকটা এগিয়ে যায়। যাত্রী নিয়ে শেষপর্যন্ত আর উড়তে পারেনি বিমানটি। রানওয়েতেই বিমানটিতে আগুন লেগে যায়। বিমানের সামনে দিকে আগুন লাগে। তারপর তা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে বিমানটির পিছন দিকেও। চিনের ওই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের প্রত্যেককেই নিরাপদে বিমান থেকে বের করে আনা গিয়েছে। সামান্য আঘাত পেয়েছেন ২৫ জন জন। তবে এর বেশি কোনওরকম ক্ষতি হয়নি যাত্রীদের।