কলম্বো, ১২ মে (হি.স.) : দেশ ছেড়ে বাইরে যেতে পারবেন না শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে। বৃহস্পতিবার এমনই নির্দেশ জারি করল শ্রীলঙ্কার আদালত। গত সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহিন্দ্রা রাজাপক্ষে। জনরোষ থেকে বাঁচতে সপরিবারে আশ্রয় নেন নৌ-সেনা ঘাঁটিতে। এরপরই তাঁর দেশ ছেড়ে পালানোর তীব্র জল্পনা তৈরি হয়। এবার সেই পরিকল্পনায় জল ঢেলে দিল শ্রীলঙ্কার আদালত।
পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে ও তাঁর সহযোগীদের দেশ ছাড়তে নিষেধ করেছে আদালত। বৃহস্পতিবার কলম্বোর আদালত জানিয়েছে, রাজাপক্ষে ও তাঁর ছেলে নমল এবং ১৫ জন সহযোগী দেশ ছাড়তে পারবে না। পাশাপাশি আদালত পুলিশকে সোমবারের সরকার বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে আন্দোলনকারীদের উপর হিংসাত্মক হামলার তদন্তের নির্দেশ দিয়েছে। সেদিনের হিংসাত্মক ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন।
এদিকে মাহিন্দ্রা রাজাপক্ষের ছেড়ে যাওয়া গদিতে বসতে চলেছেন ইউএনপি দলের নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬ টায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বুধবার রাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সূত্রের খবর, সেখানেই সিদ্ধান্ত হয়েছে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রনিল।

