ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।। কালবৈশাখির তান্ডব কিছুটা থামতেই শাহরুখ হুসেনের তান্ডব। আর শারুখের তান্ডবে তছনছ সাব্রম মহকুমা। একা শাহরুখ গুড়িয়ে দিলেন সাব্রুম মহকুমার যাবতীয় প্রতিরোধ। রাজ্য সিনিয়র ক্রিকেটে। শহীদ কাজল ময়দানে বৃহস্পতিবার ত্রিপুরা সিনিয়র দলের বাঁহাতি জোরে বোলার শাহরুখের তেজে জ্বলে পুড়ে মরলো সাব্রুম। ২২ গজে সাব্রুমের ব্যাটসম্যানদের উপর কার্যত স্ট্রিম রোলার চাপান শাহরুখ। কালো ছিপছিপে চেহারার ওই বোলারটির দাপটে সাব্রম মহকুমা গুটিয়ে যায় মাত্র ৩৮ রানে। সহজ ওই রানকে অনায়াসেই টপকে যায় উদয়পুর মহকুমা। উদয়পুর জয়লাভ করে ৮ উইকেটে। পরপর দুই ম্যাচ জিতে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল উদয়পুরের।
এদিকে, বৃহস্পতিবার ম্যাচ হেরে পয়েন্ট খোয়ালেও শেষআটের আশা জিইয়ে রেখেছে সাব্রুম। কেননা, আগামীকাল, শুক্রবার শান্তিরবাজার ও অমরপুরের ম্যাচটি যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এবং দুই দল ২-২ করে পয়েন্ট পায়, তবে কিন্তু সাব্রুম টিকিট পেয়ে যাবে কোয়ার্টার ফাইনালে খেলার। এদিন, সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সাব্রুম মহকুমা শাহরুখের তেজে ১৩.৪ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ১৩ রান পায় অতিরিক্ত খাতে। মিস্টার এক্সট্রা যদি ওই রান না পেতো তাহলে দলীয় স্কোর ২৫ রানের গন্ডি পার হতো কীনা তানিয়ে সন্দেহ ছিল। দলের হয়ে ৯ নম্বরে ব্যাট করতে নেমে নগেন্দ্র ত্রিপুরা করেন ১০ রান ৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে।
এছাড়া, দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে শাহরুখ এবং আরমান হুসেনের সামনে মাথা তুলে দাড়াতে পারেন নি। উদয়পুরের পক্ষে শাহরুখ হুসেন (৭/১৬) এবং আরমান হুসেন (৩/২০) সফল বোলার। দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে শাহরুখ হোসেন পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব। জবাবে খেলতে নেমে ২১ বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় উদয়পুর মহকুমা। দলের পক্ষে বাপ্পা দাস ৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রানে এবং তন্ময় ঘোষ ৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৬ রানে অপরাজিত থেকে যান। এছাড়া সম্রাট সূত্রধর ৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। সাব্রুমের পক্ষে নগেন্দ্র ত্রিপুরা (১/১৬) এবং মতি ত্রিপুরা (১/১৭) উইকেট পেয়েছেন।