BRAKING NEWS

Minister Pratima Bhowmik : ফটিকরায়ে প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে উদ্বোধন গ্রামীন ব্যাঙ্কের নতুন শাখা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১১ মে৷৷ উনকোটি জেলার ফটিকরায়ের জগন্নাথপুরে পথ চলা শুরু করলো গ্রামীন ব্যাঙ্কের নতুন শাখা৷ বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ফটিকরায় বিধানসভার জগন্নাথপুর এলাকায় কেন্দ্রীয় ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে উদ্বোধন হয় গ্রামীন ব্যাঙ্কের এই শাখার৷

উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাস, জেলা শাসক উত্তম কুমার চাকমা, জিলা সভাধিপতি অমলেন্দু দাস,ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্কের চেয়ারমেন মহেন্দ্র মোহন গোস্বামী সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, এলাকায় ব্যাঙ্ক না থাকলে গ্রামের মানুষের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পায়না, ঘটেনা গ্রামের অর্থনৈতিক প্রবৃত্তি৷ কেননা মানুষের রোজগার থেকে সঞ্চয় না করলে গ্রামীন অর্থনিতি মজবুত হয়না৷ আর ব্যাঙ্ক না থাকলে অর্থ সঞ্চয় করা সম্ভব হয়না৷ তিনি বলেন গ্রামীন অর্থনিতিকে মজবুত করতে প্রধানমন্ত্রী যে সংকল্প নিয়েছেন তারই সুফলে হাতের কাছে ব্যাঙ্ক পাচ্ছেন মানুষ৷


তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর কল্যানে এবং ত্রিপুরায় বিজেপি সরকারের সুফল স্বরূপ সমস্ত সরকারী সুবিধার পাশাপাশি আজ পাকা ঘড়ও বিনামূল্যে পাচ্ছেন মানুষ৷ আগে যেখানে তিপ্পান্ন হাজার আটশো সাতাশটা ঘড়ের বরাদ্ধ আসতো সেখানে বর্তমানে গ্রামীন এলাকায় দুই লক্ষ পাঁচ হাজার আটশো চুয়াত্তরটা ঘড়ের বরাদ্ধ করে দেওয়া হয়েছে৷এদিনের উদ্বোধনী পর্বে জীবনজ্যোতি বিমা যোজনায় কয়েকজন সুবিধাভোগীর হাতে বিমার চেকও তুলে দেওয়া হয় ব্যাঙ্কের তরফ থেকে৷হাতের কাছে ব্যাঙ্কের সুবিধা পেয়ে বেজায় খুশি এলাকার মানুষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *