আগরতলা, ১১ মে (হি. স.) : আবারও রাজ্যে বসবে জাতীয় লোক আদালত। আগামী ১৪ মে শনিবার রাজ্যে জাতীয় লোক আদালতে বিভিন্ন মামলার নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে।
জাতীয় লোক আদালতে মোট ৫৪টি বেঞ্চে ৫,৯৯৩টি মামলা নিষ্পত্তির জন্য শুনানি হবে। তাতে পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫২৩৬টি মামলা এবং আদালতে বিচারাধীন ৭৫৭টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,৭৩৬টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ১৬২ টি, শ্রম বিরোধ সংক্রান্ত ১ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৫০০ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ২৯৮ টি মামলা, বৈবাহিক বিরোধের ১২১টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত(এনআই অ্যাক্ট) ১২০ টি মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৫১ টি মামলা এবং ফৌজদারি আপিল সংক্রান্ত ৪টি মামলা নিস্পত্তির জন্য শুনানি হবে।
ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ৩০ টি মামলা নিষ্পত্তির জন্য শুনানি হবে। লোক আদালতে সবচেয়ে বেশি ১০ টি বেঞ্চ বসবে আগরতলা আদালত চত্বরে। ইতিমধ্যে মামলার উভয়পক্ষকেই নোটিস দেওয়া হয়েছে। আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য সহায়তা কেন্দ্র থাকবে। প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিসপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিস্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরোধ করেছেন।