বান্দিপোরা, ১১ মে (হি.স.) : বুধবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার সালিন্দর বনাঞ্চলে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে।
পুলিশ জানিয়েছে, এদিন বান্দিপোরা জেলার সালিন্দর বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদী সংঘর্ষ শুরু হয়। এনকাউন্টারে তিনটি ম্যাগাজিন এবং একটি একে রাইফেল উদ্ধার করা হয়েছে।
কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে,”বান্দিপুরা এনকাউন্টারে একসন্ত্রাসী নিহত হয়েছে। একটি একে ৪৭ রাইফেল, ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অন্য ২ সন্ত্রাসীদের সন্ধান চলছে।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর চার সন্ত্রাসীকে শ্রীনগরের বেমিনা এলাকায় গ্রেফতার করা হয়েছিল। এছাড়াও, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত আরও দুই সন্ত্রাসবাদী সহযোগীকে অবন্তিপোরায় গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদসহ আপত্তিকর উপকরণ উদ্ধার করা হয়েছে।