চন্ডীগড় ও নয়াদিল্লি, ১০ মে (হি.স.): পঞ্জাবের মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের দফতর লক্ষ্য করে গ্রেনেড হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি জানিয়ে দিয়েছেন, পঞ্জাবের শান্তি বিঘ্নকারীদের কোনও ক্ষমা নয়। কড়া হুঁশিয়ারি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। সোমবার সন্ধ্যায় পঞ্জাবের মোহালিতে (সাহেবজাদা অজিত সিং নগর, সেক্টর ৭৭) পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরের বাইরে গ্রেনেড হামলা হয়। বিস্ফোরণে বিল্ডিংয়ের একতলায় জানলার কাঁচ ভেঙে যায়। মঙ্গলবার সকালে স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা গোয়েন্দা বিভাগের দফতরের বাইরে তল্লাশি চালান।
গ্রেনেড হামলার প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান টুইট করে জানিয়েছেন, “মোহালিতে বিস্ফোরণের তদন্ত করছে পুলিশ। যে আমাদের পঞ্জাবের বাতাবরণ নষ্ট করার চেষ্টা করেছে, তাকে রেহাই দেওয়া হবে না।” দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন সকালে টুইট করে লিখেছেন, “পঞ্জাবের শান্তি যারা নষ্ট করতে চায় তাদের কাপুরুষোচিত কাজ মোহালি বিস্ফোরণ। আম আদমি পার্টির পঞ্জাব সরকার সেই ইচ্ছা পূরণ হতে দেবে না। পঞ্জাবে শান্তি বজায় রাখা হবে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।”
এদিকে, মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের দফতর লক্ষ্য করে গ্রেনেড হামলার ঘটনায় মঙ্গলবার সকালে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ডিজিপি ও শীর্ষ পুলিশ কর্তারা। ইতিমধ্যেই গোয়েন্দা বিভাগের দফতরের বাইরে পুলিশ ও কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে।