আগরতলা, ১০ মে : মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় রাজবাড়িতে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল চন্ডী পূজা। প্রাচীন কাল থেকেই ঐতিহ্য মেনে রাজবাড়ীতে মঙ্গলচণ্ডীর পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান পুরোহিত।
তাঁর কথায়, এবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই সমস্ত রীতিনীতি মেনে রাজবাড়িতে এই পূজা শুরু হয়েছে। রাজবাড়ির পুরোহিতের দাবি, মহারানী তুলসীবতি স্বপ্নে এই মঙ্গলচণ্ডী ঘট পেয়েছিলেন। আর তার পর থেকেই এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে রাজবাড়িতে।
মূলত বৈশাখ মাসের সমস্ত মঙ্গল ও শণিবারে দেবীর এই রূপের পূজা হয়। দেবী মঙ্গল চণ্ডীর দুটি রূপে পূজা হয়। এক কমলে বিরাজিতা মূর্তি, অপরটি সিংহাসীনা মূর্তি। দেবী মঙ্গলচণ্ডী “চণ্ডীমঙ্গল” কাব্যের বর্ণিত সেই দেবী। হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবছরই এই পূজা করে থাকেন।