কলম্বো, ১০ মে (হি. স.) : শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। জোরদার হচ্ছে প্রতিবাদ-বিক্ষোভ। বিক্ষোভকারীদের রোষ থেকে বাঁচতে মঙ্গলবার সকালে বাসভবন ছেড়ে ত্রিঙ্কামালিতে নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে।
সোমবার সরকারপক্ষ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয় দুশোরও বেশি মানুষ। প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপক্ষের ইস্তফা দেওয়ার পর বিক্ষোভের মাত্রা আরও বাড়ে। সেদেশে গণরোষের মুখে পড়ে মৃত্যু হয়েছে শাসকদলের এক এমপির। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার শ্রীলঙ্কায় জারি হয়েছে সেনা শাসন। রাজাপাক্ষের বাসভবন লক্ষ্য করে অন্তত ১০টি পেট্রোলবোমা ছুড়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শ্রীলঙ্কায় জারি হয়েছে সেনা শাসন। প্রাণ বাঁচাতে এদিন সকালে বাসভবন ছেড়ে পরিবার নিয়ে ত্রিঙ্কামালিতে নৌসেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী।