মুম্বই, ১০ মে (হি. স.) : মঙ্গলবার শেষবেলায় ফের পতন দেখা গেল শেয়ার বাজারে। ১৬৪০০ ছুঁয়েও ১৬,২৪০.০৫-এ থামল নিফটির দৌড়। এদিন সকাল থেকেই সেভাবে ওঠানামা দেখা যায়নি নিফটি ও সেনসেক্সের সূচকে। প্রথম একঘণ্টা ২০ পয়েন্ট আপ-ডাউন হয়েছে নিফটি। খুব একটা বেশি পার্থক্য ছিল না সেনসেক্সেও। দুপুরে ১৬৪০০ পয়েন্টে উঠে যায় নিফটি। শেষে অবশ্য ৩৮ পয়েন্ট ডাউনে বন্ধ হয় নিফটি। সেনসেক্স বন্ধ হয় ৫৪,৩৬৪.৫৫-তে।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাজারের প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। যার ফলে নিফটি ১৬,০০০-এর একটি মজবুত সাপোর্ট থাকলেও তা ভেঙে নিচে চলে যেতে পারে। কোনওভাবে বুধবার গ্যাপডাউন ওপেনিং হলে আরও ভয়াবহ অবস্থা হবে বাজারের। সেই ক্ষেত্রে ১৫,৮০০-র দিকে দৌড়বে নিফটি। মঙ্গলের মার্কেটে বিনিয়োগকারীরা টাকা ঢাললেও চিন্তা বাড়াচ্ছে বুধবারের বাজারে কেমন থাকবে ।