দার্জিলিং, ১০ মে (হি.স.): ছবির শ্যুটিংয়ে জন্য মঙ্গলবার দার্জিলিংয়ের পাহাড়ে এলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। দুই ছেলেকে সঙ্গে নিয়ে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দর থেকে নেমে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। ছিল সিআইএসএফ-এর কড়া নিরাপত্তা। সুজয় ঘোষের পরিচালনায় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সের জন্য নির্মাণ করা হচ্ছে এই ছবিটি। এই ছবিটির জন্য আগামী ২৮ মে পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে শুটিং চলবে বলে সূত্রের খবর। একটি গোয়েন্দা গল্প অবলম্বনে ছবিটি তৈরি হবে। গোয়েন্দা কাহিনী ‘ডিভোশন’ নামে এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন করিনা। ছবিতে করিনা ছাড়াও অভিনয় করবেন জয়দীপ অহলাওয়াট, বিজয় কুমার-সহ আরও অনেকে। তাঁরাও নির্দিষ্ট সময়ে পৌঁছে গিয়েছেন কালিম্পংয়ের লাভাতে।
পাহাড়ে এই ছবির শ্যুটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতিও নেওয়া হয়েছে। একথা জানিয়েছেন ছবিটির লাইন প্রোডিউসার চৈতালি বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, আগামীকাল লাভাতে প্রথম শুটিং শুরু করবেন করিনা। টানা এক সপ্তাহ ধরে এখানে শুটিং চলবে। এরপর যাবেন দার্জিলিংয়ে। সেখানে ছয় দিন শ্যুটিং হবে বলে জানা গিয়েছে।