BRAKING NEWS

Attack : বনকর্মীদের উপর হামলার ঘটনায় পুলিশের জালে তিন অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার ৩৬ মাইল কাঠ পাচারকরীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে শনিবার রাতে আক্রান্ত হয়েছিলেন ৩ বনকর্মী৷ এ ব্যাপারে বনদপ্তর এর তরফ থেকে অভিযুক্তদের নাম উল্লেখ করে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছিল৷ মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে৷ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে৷ ইতিমধ্যেই পুলিশ তিনজন অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ যে তিন জনকে আটক করা হয়েছে তারা হল অলেন দেববর্মা, গৌতম দেববর্মা এবং সঞ্জীব দেববর্মা৷ তাদেরকে তেলিয়ামুড়া থানার হেফাজতে রাখা হয়েছে৷

পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে৷ উল্লেখ্য সংরক্ষিত বনাঞ্চল ধবংস করে বনদস্যুরা গাছ কেটে গাছের লগ এবং কাঠ পাচার অব্যাহত রেখেছে৷ বনদপ্তর এর অফিসার এবং কর্মীরা বনজ সম্পদ রক্ষার জন্য গত বেশ কিছুদিন ধরেই ব্যাপক তৎপরতা শুরু করেছেন৷ বনদপ্তর এর তৎপরতার ফলে বিপাকে পড়েছে বনদস্যুরা৷ সে কারণেই বন দপ্তরের কর্মীদের ওপর হামলা সংগঠিত করেছে তারা৷

বনদপ্তর সূত্রে জানানো হয়েছে এভাবে হামলা চালিয়ে বনদপ্তরের কাজকর্ম স্তব্ধ করা যাবে না৷ বনজ সম্পদ রক্ষা করার জন্য বনদস্যুদের বিরুদ্ধে আরও কঠোর মনোভাব গ্রহণ করা হবে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে৷ এ ব্যাপারে দপ্তর এর তরফ থেকে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *