তাইপেই, ৯ মে (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পূর্বাঞ্চলীয় তাইওয়ানের উপকূল। সোমবার দুপুর ২.৩০ মিনিটের (স্থানীয় সময়) ঠিক আগে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। ভূমিকম্পের তীব্রতায় তাইওয়ানের রাজধানী তাইপেই-তে বহুতল কেঁপে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ২৭ কিলোমিটার (১৭ মাইল) গভীরতায়, ওকিনাওয়ার ইয়োনাকুনি দ্বীপের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, তাইওয়ান থেকে খুব বেশি দূরে নয়, ভূমিকম্প অনুভূত হয়।
জোরালো তীব্রতার ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। নিউ তাইপেই সিটির মেয়র হাউ ইউ-ই ফেসবুকে পোস্ট করেছেন, “আশা করছি সবাই সুস্থ আছেন।….আফটারশক অনুভূত হতে পারে, সবাই সাবধান ও সতর্ক থাকুন।” তাইওয়ানে অনুভূত হওয়া ভূমিকম্প টের পাওয়া যায় জাপানেও। জাপানেও তীব্রতা যথেষ্ট ছিল।

