আগরতলা, ৯ মে (হি. স.) : ব্রু শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়া আগামী আগস্টের মধ্যে সম্পন্ন হবে। পুনর্বাসন স্থলের নিকটেই অঙ্গনওয়ারি কেন্দ্র স্থাপনেও ত্রিপুরার মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় রাষ্ট্র মন্ত্রী প্রতিমা ভৌমিক ব্রু শরণার্থীদের পুনর্বাসন নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। ওই বৈঠকে মুখ্য সচিব, সংশ্লিষ্ট এলাকার বিধায়কগণ, জেলা পরিষদের সদস্যগণ, জেলাশাসক, ব্রু শরণার্থী নেতা এবং প্রশাসনের পদস্থ অধিকারিকরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের জনৈক আধিকারিক জানিয়েছেন, ব্রু শরণার্থীদের পরিবারের কর্তাদের প্রথমে পুনর্বাসন কেন্দ্রে নির্মিয়মান বাড়িঘর দেখানো হয়েছে। পানীয় জল এবং বিদ্যুতের ব্যবস্থা কিভাবে হচ্ছে তা দেখানো হয়েছে।
তাঁর কথায়, ত্রিপুরা সরকার পুনর্বাসন কেন্দ্রের নিকটে একলব্য স্কুল, অঙ্গনওয়ারি কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মার্কেট শেড এবং রেশন শপের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে।
চুক্তি অনুযায়ী, প্রত্যেক ব্রু পরিবার ঘর নির্মাণে ১২০০ স্কয়ার ফিটের জমি, ৪ লাখ টাকা ফিক্সড ডিপজিট, প্রতি মাসে ৫০০০ টাকা আর্থিক সহায়তা সাথে বিনামূল্যে রেশন সামগ্রী দুই বছরের জন্য দেওয়া হবে। এছাড়া, ঘর নির্মাণে প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা দেওয়া হবে।
মিজোরামের মামিত, কোলাসিব এবং লুংলেই জেলা থেকে জাতি দাঙ্গার শিকার ৩৭ হাজার ব্রু ১৯৯৭ সালে ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। তাঁদের কাঞ্চনপুর মহকুমায় নাইসিংপাড়া, আশাপাড়া, হেজাছড়া, কাশকাউ, খাকসাংপাড়া ও হামসাপাড়া এবং পানিসাগর মহকুমায় শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছিল।এখন তাঁরা স্থায়ী ঠিকানা পেতে চলেছেন। পুনর্বাসন কেন্দ্র স্থাপনের কাজ আগস্টেই সমাপ্ত হলে প্রায় দুই দশকেরও বেশি সময় পর তাঁরা স্থায়ী ঠিকানা পাবে।

