নয়াদিল্লি, ৯ মে হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৯০.৩৪-কোটির মাইলফলক অতিক্রম করে ফেলল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৩ লক্ষ ৫০ হাজার ৬২২ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৯০,৩৪,৯০,৩৯৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। দেশে এখনও পর্যন্ত, ৩.০৫ কোটিরও বেশি (৩,০৫,০৭,৯৭৪) কিশোর-কিশোরীদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
ভারতে ফের অনেকটাই কমে গিয়েছে করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৮ মে সারা দিনে ভারতে ৩,৩৬,৭৭৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৪,১০,২৯,৮৫৮-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৩,৩৬,৭৭৬ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,২০৭ জন।

