চুঁচুড়া, ৮ মে (হি. স.) : হুগলি জেলার চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে বিকট শব্দে সেই বোমা বিস্ফোরিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বিস্ফোরণে কারোর আহত হওয়ার কোনও খবর মেলেনি। তবে রবিবারও থমথমে এলাকা।
অভিযোগ, শনিবার রাত ১০ টা নাগাদ চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর পুরনো কাপাসডাঙার বাড়ির পাঁচিল লক্ষ্য করে বোমা মারে দুষ্কৃতীরা। বিস্ফোরণের প্রচন্ড শব্দ পান তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর ভাই। বোমা বিস্ফোরণের সময় আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। ঘটনার সময় নির্মল চক্রবর্তী দলীয় অফিসে ছিলেন বলে জানা গিয়েছে। সেখান থেকে বাড়ি ফিরে এসে দেখেন বোমা বিস্ফোরণ হয়েছে তাঁর বাড়ির সামনে। ঘটনার খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার আই সি অনুপম চক্রবর্তী। তাঁর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন আরও পুলিশকর্মী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশেপাশের বাড়িগুলির সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

