বাঁকুড়া, ৮ মে (হি . স.) : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি ও পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষার জন্য সংকল্প যাত্রায় বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলে ধিক্কার মিছিলের আয়োজন করে বিজেপি। রবিবার সকালে প্রতিবাদ মিছিলটি শুরু হয় বড়জোড়া ব্লক মোড় থেকে।
মিছিলে নেতৃত্ব দেন বড়জোড়া মন্ডল সভাপতি গোবিন্দ ঘোষ ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক সোমনাথ কর । উপস্থিত ছিলেন দলের প্রাক্তন জেলা সভাপতি সুজিত অগস্থি, মন্ডল-২ ও ৩ এর সভাপতি গৌতম মন্ডল এবং বাপি গরাই। এদিন শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল শেষ হয় বিডিও অফিস এলাকাতেই। সুজিত অগস্থি বলেন, গত এক বছর ধরে গোটা রাজ্যে যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে তা উত্তরোত্তর বেড়েই চলেছে। রাজ্যে আইনের শাসন নেই, গণতন্ত্র ভূলুণ্ঠিত। তাই রাজ্যে গণতন্ত্র ফেরানোর লক্ষ্যেই আমাদের প্রতিবাদ মিছিল। বড়জোড়ার মন্ডল সভাপতি গোবিন্দ ঘোষ বলেন, রাজ্য জুড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হত্যালীলা চালিয়ে আসছে নির্বিচারে। নির্বাচনের পর থেকে এই সংখ্যাটা আরো বেড়েছে। আমাদের বড়জোড়া এলাকাতেই তৃণমূলের সন্ত্রাসে বহু বিজেপি কর্মী তাদের পরিবার নিয়ে বাড়ি ছাড়া ছিলেন. এখনও অনেকেই ফিরতে পারছেন না। তারই বর্ষপূর্তিতে আমাদের এই ধিক্কার দিবস পালন। এবিষয়ে বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জির কটাক্ষ, নতুন শব্দবন্ধ ‘হিংসার বর্ষপূর্তি’! তা বর্ষপূর্তিতে বিজেপি তো আনন্দ উৎসব করছে। তাই মানুষ ওদের দেখেই বুঝে গেছেন এরাজ্যে হিংসা নয় শান্তির পরিবেশ বিরাজ করছে ।