Rahul Gandhi : কংগ্রেসই একমাত্র গরিব-মধ্যবিত্তদের কথা ভাবে, গ্যাসের দামবৃদ্ধিতে টুইট রাহুলের

নয়াদিল্লি, ৮ মে (হি. স.) : শুক্রবার মধ্যরাত থেকে বেড়েছে রান্নার গ্যাসের দাম। গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এবার কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। টুইটে রীতিমতো পরিসংখ্যান দিয়ে রাহুল দাবি করেছে, কংগ্রেস আমলে হাজার টাকায় দুটি সিলিন্ডার পাওয়া যেত। এখন একটি সিলিন্ডারেই হাজার টাকা লেগে যাচ্ছে।

টুইটে কংগ্রেস সাংসদ লিখেছেন, শুধুমাত্র কংগ্রেস দরিদ্র ও মধ্যবিত্ত ভারতীয় পরিবারের কল্যাণের জন্য চিন্তা করে। এটা আমাদের অর্থনীতির মূল বিষয়। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইটে লিখেছেন, রান্নার গ্যাসের দাম আড়াই গুণ বেড়েছে এবং এটা দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে চলে গিয়েছে।

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোট থাকায় দীর্ঘদিন জ্বালানির দাম বাড়ায়নি কেন্দ্র। ভোটের ফল বেরনোর দু’সপ্তাহের মধ্যেই বাড়ানো হয় পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। পেট্রল-ডিজেলের দাম ১৩৭ দিনে প্রথম বার বেড়েছিল ২২ মার্চ, মঙ্গলবার সকাল থেকে। বর্ধিত দর জানানো হয়েছিল আগের দিন রাতেই। সেই থেকে ক্রমেই বেড়ে চলেছে জ্বালানির দাম। সেদিন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একধাক্কায় ৫০ টাকা বাড়ানো হয়।