শ্রীনগর, ৭ মে (হি.স.): শ্রীনগরের আলি জান রোডে একজন পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল সন্ত্রাসবাদীরা। গুলিবিদ্ধ ও সঙ্কটজনক অবস্থায় ওই পুলিশ কর্মীর চিকিৎসা চলছে। আলি জান রোডের আইয়া ব্রিজে শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। ওই পুলিশ কর্মীর ভাই জানিয়েছেন, “সকাল ৭টা নাগাদ ডিউটিতে যায় সে। ১০ মিনিট পরে আমি জানতে পারি তাঁকে জঙ্গিরা গুলি করেছে, সে অফিসারদের চালক হিসেবে কাজ করত… সে কি কারও ক্ষতি করেছে? তিনি কিছুই করেননি। আমাদের উপত্যকায় এই ধরনের কাজ ঠিক নয়।”
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে নিজের বাইক চালিয়ে কাজে যাচ্ছিলেন পুলিশ কর্মী গুলাম হাসান দার, আলি জান রোডের আইয়া ব্রিজের কাছে তাঁকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসবাদীদের খোঁজে ওই এলাকায় চলছে চিরুনি তল্লাশি।