ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ই মে।। শনিবার চারদিন ব্যাপী রাজ্য ভিত্তিক আবাসিক স্পোর্ট ক্লাইম্বিং প্রশিক্ষন শিবিরের সমাপ্তি হল বাঁধারঘাটের ক্লাইম্বিং সেন্টারে। এই শিবিরে কাঞ্চনপুর প্রত্যন্ত অঞ্চলের নিশিকান্ত রিয়াং ও জয়জীব চাকমা, বিশালগড়ের কিষাণ পাল, বাপন রুদ্র পাল, উদয়পুরের সৌরভ হুসেন, লক্ষী মজুমদার লংতরাই ভেলির দেবজিৎ ত্রিপুরা, পশ্চিম জেলার সাগর দেবনাথ শুভ চক্রবর্তীরা উল্লেখযোগ্য পারদর্শিতা দেখায়। প্রশিক্ষ প্রনব অখন্ড ও সহযোগী অসিত দেবনাথ, নিউকরা হালাম, যতন সূত্রধরের নেতৃত্বে এই শিবিরে প্রত্যেকেই সুশৃঙ্খল ও নিরলসভাবে অনুশীলন করে। সহযোগীরা ক্লাইম্বার দের উপরে উঠার সাহায্য করে। প্রশিক্ষণার্থীদের ইচ্ছা আরো বেশী দিনের জন্য শিবির অনুষ্ঠিত হলে আরো বেশীকিছু শিখা যেত। তবে আগামী মাসে নর্থ ইস্ট জোনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গৌহাটিতে। এই শিবিরে যারা ভাল ফল করেছে তাদের ঐ প্রতিযোগিতায় পাঠানোর ব্যবস্থা করা হবে। ক্লাইম্বিং এর জাতীয় আসার হচ্ছে উত্তর কাশীর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং (নিম) এ। আজ অন্তিম দিনে শিবিরে শিক্ষার্থীদের বিভিন্ন অভিজ্ঞাতা শেয়ার করেন পর্বতারোহী প্রনব অখন্ড। তাছাড়া প্রাক্তন ক্লাইম্বার স্মৃতি দাস ও শঙ্খদীপ পাল। তারা অনেক বছর জোনাল চ্যাম্পিয়ন ও জাতীয় আসরে রাজ্যের মান উজ্জ্বল করেছিল। সন্ধ্যায় সফল প্রশিক্ষনার্থীদের হাতে মানপত্র তুলেদেন চিত্রসংবাদিক সজল চক্রবর্তী ও প্রশিক্ষক প্রনব অখন্ড। তাছাড়া ক্লাইম্বিং এ আগ্রহীদের এই কেন্দ্রে প্রতিদিন অনুশীলন বা ক্লাইম্ব করার সুযোগ দেয়া হবে।