ইন্দোরে আগুনে মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ শিবরাজের, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা

ইন্দোর, ৭ মে (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরের একটি আবাসনে ৭ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আগুনে ৭ জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, যদি কারও বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি প্রমাণিত হয়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মৃতদের পরিজনকে ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

শনিবার ভোররাতে ইন্দোরের বিজয় নগর থানার অন্তর্গত স্বর্ণবাগ কলোনিতে অবস্থিত একটি ভবনে আগুন লাগে, বিধ্বংসী আগুনে ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। দমকল অফিসার জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে। আগুন নেভাতে প্রায় ৩ ঘন্টা সময় লাগে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *