মুম্বই, ৭ মে (হি.স.): মুদ্রাস্ফীতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও দেশের অর্থমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর মতে, মুদ্রাস্ফীতি দেশের সবচেয়ে বড় সমস্যা। বিজেপি নেতাদের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন সঞ্জয় রাউত। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “মুদ্রাস্ফীতি দেশের সবচেয়ে বড় সমস্যা,। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী অথবা রাজ্য ও দেশের বিজেপি নেতারা কেউই এ বিষয়ে কোনও কথা বলছেন না। পঞ্জাব এবং মহারাষ্ট্রের পুলিশ কী করছে তাঁরা শুধুমাত্র তা নিয়েই চিন্তিত।”
মহারাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে বলেও জানিয়েছেন সঞ্জয় রাউত। তাঁর কথায়, “মহারাষ্ট্রে শান্তি রয়েছে, কিছু মানুষ রাজ্যের শান্তির বাতাবরণ নষ্ট করার চেষ্টা করছিল, কিন্তু রাজ্যবাসী তাঁদের উপযুক্ত জবাব দিয়েছে। এটি (ধর্মীয় স্থানে লাউডস্পিকার) সম্পর্কে একটি নীতি প্রণয়ন করা উচিত।”

