আগরতলা, ৭ মে (হি. স.) : বিভিন্ন দল থেকে আজ প্রায় ২৫০ জন ভোটার বিজেপি-তে যোগ দিয়েছেন। তাঁরা সকলেই টাকারজলা, গোলাঘাটি এবং জম্পুইজলা এলাকার বাসিন্দা। দলের প্রদেশ সহ সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া এবং পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী ত্রিপুরার উপস্থিতিতে তাঁরা আজ বিজেপিতে যোগদান করেছেন।
এ-বিষয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, আইপিএফটি, সিপিএম এবং তিপরা মথা দল থেকে আজ প্রায় ২৫০ জন ভোটার বিজেপিতে সামিল হয়েছেন। অনেকদিন আগেই তাঁরা দলে যোগ দিতে চেয়েছিলেন। কিন্ত পরিস্থিতির কারণে সম্ভব হয়ে উঠেনি। তাঁর দাবি, ভয়-ভীতি দেখিয়ে ওই ভোটারদের বিজেপিতে যোগ দিতে আটকানো হচ্ছিল। কিন্ত, আজ তাঁরা বিজেপিতে যোগ দিতে মনস্থির করেছেন এবং সরাসরি আগরতলায় প্রদেশ কার্যালয়ে চলে এসেছেন।
তিনি জানান, যুব আইপিএফটি দলের জম্পুইজলা এডভাইজারি কমিটির চেয়ারম্যান লেবি চন্দ্র জমাতিয়ার নেতৃত্বে ৮ পরিবারের ২৫ জন ভোটার, সিপিএমের অমিত দেববর্মার নেতৃত্বে ৪০ পরিবারের ২০০ জন ভোটার তিপরা মথার অনন্ত জমাতিয়ার নেতৃত্বে ৪ পরিবারের ২০ জন ভোটার আজ বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে। সাংসদ রেবতী ত্রিপুরার দাবি, ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে বিজেপির জনপ্রিয়তা বেড়েই চলেছে। তার প্রমাণ আজ ফের মিলেছে।