আগরতলা, ৭ মে(হি. স.): আগর শিল্পে আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। লাওস থেকে ৫ সদস্যের বিনিয়োগকারি দল আগামী সোমবার ত্রিপুরা সফরে আসছেন। মুখ্য সচিব কুমার অলক সহ ত্রিপুরার পদস্থ অধিকারিকদের বিদেশ ভ্রমণের এক সপ্তাহের মধ্যে এই অগ্রগতি যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর আগর শিল্পে সম্ভাবনা খতিয়ে দেখতে এবং আলোচনার জন্য লাওস থেকে ৫ সদস্যের এক টিম ত্রিপুরা সফরে আসছেন। আগামী সোমবার তাঁরা ত্রিপুরায় আসবেন এবং সংশ্লিষ্ট দফতরের পদস্থ আধিকারিকদের সাথে তাঁরা দেখা করবেন। সূত্রের দাবি, সমস্ত কিছু পরিকল্পনা মতো হলে আগর শিল্পে ১০০ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে।সূত্রের কথায়, ওই টিমের সদস্যরা ত্রিপুরা সফরে এসেই সচিবালয়ে পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করবেন। শুধু তাই নয়, কদমতলা এবং ধর্মনগর গিয়ে তাঁরা আগর গাছ দেখবেন এবং আগর ব্যবসায়ীদের সাথে কথা বলবেন।