ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। অন্ধ্রপ্রদেশের বিজওয়ারাতে জাতীয় অনূর্ধ্ব-৮ দাবা প্রতিযোগিতা শুরু ৯ মে থেকে। চলবে ১৪ মে পর্যন্ত। ওই রাজ্যের কে এল বিশ্ববিদ্যালয়ে হবে আসর। তাতে বালক বিভাগে ১৭১ জন এবং বালিকা বিভাগে ৯২ জন দাবাড়ু অংশ নিয়েছে। ওই আসরে ত্রিপুরা থেকে অংশ নিচ্ছে বালক এবং বালিকা বিভাগে রাজ্য সেরা দাবাড়ু মেট্রিক্স চেস আকাদেমির রুদ্র মজুমদার এবং আরাধ্যা দাস। জম্মুতে সদ্য সমাপ্ত জাতীয় অনূর্ধ্ব-১০ বালিকাদের দাবায় সাড়ে ৫ পয়েন্ট অর্জন করা আরাধ্যা এবারের আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী। আসরের তৃতীয় বাছাই আরাধ্যার (১১৯৬ রেটিং) লক্ষ্য ভারত সেরা হওয়ার।
অপরদিকে এবারই প্রথম জাতীয় আসরে খেলতে গেলো বিজয় মজুমদার এবং পিংকি দেববর্মার এক ছেলে ও মেয়ের ছোট রুদ্র। হোলিক্রশ স্কুলের ছাত্রটি প্রতিনিয়তই উন্নতি করে চলছে। এবারও প্রথম রাজ্য অনূর্ধ্ব-৮ দাবায় অংশ নিয়ে রাজ্য সেরার সম্মান পায়। জাতীয় আসরেও ভালো ফলাফল করা নিয়ে যথেষ্ট আশাবাদী সে। তা মাথায় রেখেই শুক্রবার বিকেলের বিমানে বিজওয়ারাতে গেলো রুদ্র এবং ওর বাবা। রাজ্য ছাড়ার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুটিকে। ভালো ফলাফল করেই রাজ্যে ফিরবে দৃঢ়তার সঙ্গে সে বলে। বিজওয়ারায় খেলে রুদ্র চলে যাবে ভুবনেশ্বরে জাতীয় স্কুল দাবায় অংশ নিতে।